শত শতাব্দী ধরে আমি বসে আছি নিঃশ্চুপ,
সারাদিন ব্যস্ততার মাঝেও উঁকি দিয়ে যায় সেই স্পর্শ-
হাত দিয়ে স্পর্শ না করলেও,
পুরো হৃদয়ের মালিক হয়ে যায় সে।।
আমার একটা প্রেম ছিল, যা আমার হবেও না এমন একটি প্রেম
আমারো একটা দিন ছিল,সেই চোখ- যে চোখে চোখে কথা বলেছিল,
যে আমার জন্য কেঁদেছে,
রাগ করেছে, যে যুদ্ধ করে,
জীবনের শেষ পর্যন্ত হেসেছে ।।
এমনকি হাল ছেড়ে দেওয়ার চেষ্টা করছি,
আবার সময়ের চেয়ে যে কোন প্রয়োজনে বেশি-
একগুঁয়েমি দিনগুলো পার করেছি ।।
আমারও একটা মন ছিল,
প্রিয় কোন ব্যক্তির প্রতি,
পুরো মনটাই জুড়ে ছিল সেই আধিকারিক ।।
অধিকার না থাকলেও,
চোখের কোণ দিয়ে ঝরে যেতো অঝর ধারা-
তুমিই ছিলে একমাত্র স্পর্শকাতরতার অভিধান,
খুব একগুঁয়ে মন আমার-
কষ্ট গুলো আমারো ছিল,
হারানোর সবচেয়ে অসহ্য যন্ত্রণা,
যেটা তোমাকে না দিয়ে
শুধু তোমার জন্য তুলে রাখা-
আমার এ চোখ লাল হওয়ার আগ পর্যন্ত শুধু কেঁদেছি,
হৃদয় থেকে ঝরে পড়া ব্যথা অঝরে ঝরিয়ে গিয়েছি ………।।
আমারো একটা স্বপ্ন ছিল,
ভেবেছি তোমাকে নিয়ে, যার কাছে আছে আমার অধিকার-
আমি তোমাকে চাই, যে আমার হৃদয় হরণ করে যায়-
আমার সাথেই থেকো-
আমার সাথে জীবন উপভোগ করো আমরণ ।।।।
জানি এটি শুধুই একটি স্বপ্ন,
যা কখনো সত্যি হবে না !!!!!
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন