লৈখিক কথপোকথন প্রকাশিত হয়েছে

তোমায় ভালোবাসি

ছবি
তোমার জন্য নেশা আজ বেশি করে ধরেছে- চোখে স্বপ্ন এঁকেছি শুধু তোমার আবেগে ভেসে কোন কাজে মন বসে না, রাতে ঘুম আসে না, তোমায় ভেবে ভেবে আমার কিছুটি হয় না, তোমায় যে আমি সত্তি সত্তি ভালোবেসেছি। আমার জীবনে একমাত্রই তুমি, আছো তুমি এ হৃদয়ের গহীনে নিঃশব্দ তোমার আসা-যাওয়া আমার মাঝে অনুভবে কবিতার ছন্দ তালে তোমায় ধরে রেখেছি।  আসো না একবার ছুটে- বলনা একটু - ”তোমায় ভালোবাসি”।।

অঝর স্বপ্ন কিন্তু ........!!!

আমার জন্য আছে অঝর স্বপ্ন কিন্তু আমার স্বপ্নগুলো কোথায় দাঁড়াবে আজও আমি জানি না। জীবনের প্রতিটি মুহূর্তে আমি উপলব্ধি করে চলেছি,হয়তো বা না! তবে জানি না কি যেন খুঁজে ফিরে সারাক্ষণ ????
হয়তো বা জানি আবার জানি না। 

জীবন কি হয়তো কোন দিনই জানতে পারবো না। আমার কাছে আছে কিছু প্রাকটিক্যাল অভিজ্ঞতা, আর সেটা 
নিয়েই চলেছি দিন রাতের সন্ধিক্ষণে-------কিন্তু সেগুলোকে পেছনে ফেলে দিয়েছে বর্তমানের অসংগতি বহমান ধারা।
আমার কান্নারা পর্যন্ত আমার সাথে রহস্য করে আমি সত্যিই কান্না করছি কিনা। তখন পৃথিবীকে চিৎকার করে বলতে ইচ্ছা করে আমি মুক্তি চাই, আমি চিরদিনের জন্য সবার থেকে নিজেকে মুক্ত রাখতে চাই...............
আর কেউ যেন আমার নাগাল না পাই। 

কতটা দিন পার করলাম তবুও ব্লগে একটি সময়ের জন্যেও লিখতে পারি না। আমার অনেক কিছু আছে এখানে যা জীবন থেকে নেওয়া ,যা আমার ব্লগের বন্ধুদের সামনে উপস্থিত করেছি র্নিদিধায়।

কখন যে কবিতা গুলো হারিয়ে ফেলেছি আমার জীবনের ধারাপাত থেকে তা বলতে পারবো না। আমি অপেক্ষা করি কখন লিখতে পারবো আমার ভালোবাসার ধারাপাত গুলিকে। 

কবি সাঈদ আকখন্দ ছিল আমার কবিতা লেখার প্রেরণা , আমি উনার নতুন কবিতা শোনার জন্য উনার সাহিত্য পরিষদে গিয়ে বসে থাকতাম । উনার কবিতা কাগজে কলমে না থাকলেও আমার জন্য তার মগজ রেডি থাকতো নতুন কবিতা শোনানোর জন্য। আমাকে বলতো আমি কবে তাহাকে  আমার কবিতা উপহার দেব। খুব মিস করি তাহাকে!!!
আজ পৃথিবীর বুকে তিনি বেঁচে আছেন তাহার সৃষ্টি কর্মে কিন্তু আমি খুঁজি সেই প্রতিভাবানের কথা যা মিস করি খুব বেশি। তাঁর কোন দায়িত্ব পালন করতে পারি না সেটা আমাকে হত বিহ্ববল করে দেয়। বুঝতেই পারি নাই তাহার হাতে সময় খুব কম ছিলো। আর আমার ব্যস্ততা এত বেড়ে গেল যে তাকে স্মরণ করার মত এতটুকু সময় আমার মিললো না।

আজ লিখছি তবুও কেমন যেন সময়ের সাথে যুদ্ধ করে । একজন প্রোগ্রামারের জীবন হয়তো বিশদ টার্নিং পয়েন্টর মধ্যে দিয়ে কেটে যাবে , জীবনের বাঁক গুলো ঘুরে ফিরে দেখার সময় পাওয়া যাবে না।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত খুবই লোমহর্ষক

তোমায় ছাড়া কিছু ভালো লাগে না আমার

পরীক্ষা শেষে বাসায় ফেরা...!!!

আমি এমনিতেই তোমাকে ফোন করেছি,সত্যি বলছি, আমি ঘুমের মাঝে নেই।

কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি