লৈখিক কথপোকথন প্রকাশিত হয়েছে

তোমায় ভালোবাসি

ছবি
তোমার জন্য নেশা আজ বেশি করে ধরেছে- চোখে স্বপ্ন এঁকেছি শুধু তোমার আবেগে ভেসে কোন কাজে মন বসে না, রাতে ঘুম আসে না, তোমায় ভেবে ভেবে আমার কিছুটি হয় না, তোমায় যে আমি সত্তি সত্তি ভালোবেসেছি। আমার জীবনে একমাত্রই তুমি, আছো তুমি এ হৃদয়ের গহীনে নিঃশব্দ তোমার আসা-যাওয়া আমার মাঝে অনুভবে কবিতার ছন্দ তালে তোমায় ধরে রেখেছি।  আসো না একবার ছুটে- বলনা একটু - ”তোমায় ভালোবাসি”।।

সব কিছু ভালো, আবার অনেক কিছুই ভালো না।









সব কিছু ভালো, আবার অনেক কিছুই ভালো না। “ নিষ্ঠুর-” এই কথা টা যদি কেউ তার কাছের মানুষের কাছ থেকে শুনে থাকে, তাহলে কেমন লাগবে সেটা জানার পর! 
আমি জানি না সেই অনুভূতির প্রকাশটা, শুধু জানি কিভাবে বুকে সেই চাপটা ধারণ করে অনুভব করতে হয়। কষ্টে বুকের মাঝে এমন এক আবরণ তৈরী হয় সেটা বোঝানোর নয়। যে বলেছে সে হয়তো কথাটা বলার সময় কোন কিছু ভালো করে না ভেবেই বলেছে কিন্তু কথাটার গুরুত্ব একটুও বোঝেনি, হয়তো সে বলেই মুক্ত হয়েছে।

হয়তো মানব জাতিটাই এমন!  “উপরের আবরণে সবাই বিভোর, ভেতরের ক্রন্দনে কেউ সাথে নয়।”

আমি সাত-পাচ আর ভাবতে পারি না । নিজের কাছে নিজেই স্বীকার করি আমি পৃথিবীর বুকে এক প্রদীপ্ত শিখা, যে প্রতিটা মুর্হূতে জ্বলছে। সেই শিখা কখন তীব্র কখনও বা কঠিনতর তীব্র। 

হাঁটতে থাকি, হাঁটতে থাকি .........................
ভাবনারা শুধুই বোকা বানিয়ে চলে,
আমি ওদের সাথে তাল মিলিয়ে চলি,একটা সময় পর ওদেরকেও ঘৃণা করি।
তবু ওরা পিছু হটতে চায় না-




মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত খুবই লোমহর্ষক

তোমায় ছাড়া কিছু ভালো লাগে না আমার

পরীক্ষা শেষে বাসায় ফেরা...!!!

আমি এমনিতেই তোমাকে ফোন করেছি,সত্যি বলছি, আমি ঘুমের মাঝে নেই।

কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি