লৈখিক কথপোকথন প্রকাশিত হয়েছে

তোমায় ভালোবাসি

ছবি
তোমার জন্য নেশা আজ বেশি করে ধরেছে- চোখে স্বপ্ন এঁকেছি শুধু তোমার আবেগে ভেসে কোন কাজে মন বসে না, রাতে ঘুম আসে না, তোমায় ভেবে ভেবে আমার কিছুটি হয় না, তোমায় যে আমি সত্তি সত্তি ভালোবেসেছি। আমার জীবনে একমাত্রই তুমি, আছো তুমি এ হৃদয়ের গহীনে নিঃশব্দ তোমার আসা-যাওয়া আমার মাঝে অনুভবে কবিতার ছন্দ তালে তোমায় ধরে রেখেছি।  আসো না একবার ছুটে- বলনা একটু - ”তোমায় ভালোবাসি”।।

পাহাড়ের কোল ঘেসে বয়ে চলেছে সুন্দর নীলাকাশ



















পাহাড়ের কোল ঘেসে বয়ে চলেছে সুন্দর নীলাকাশ
হৃদয় তারুন্যে ভরপুর,
কখন পৌঁছাবো পাহাড় চূড়ার কাছে!
যেখানে পাহাড় চূড়া আর নালাকাশ এক হয়ে আছে

অদম্য সাহস নিয়ে এগিয়ে যায় পাহাড়ের দিকে
পাহাড়ি ঝর্ণা মুগ্ধ করে তার কলতানে,
হৃদয় নেচে উঠে সেই আনন্দে-
চারিদিকে ঝলমলে রোদ আর পাখির গুঞ্জন

সৃষ্টির অপার মহিমা ছড়িয়ে আছে প্রকৃতির মাঝে
সেটা দেখার জন্য দূর-দূরান্ত থেকে ছুটে আসে হাজারও প্রকৃতি প্রেমী

চূড়াতে উঠা অনেক কষ্ট,
অনেক চড়াই-উতরাই পেরিয়ে শীর্ষে উঠা,
হাজারও ঝক্কি ঝামেলা সহ্য করে এগিয়ে যাওয়া,
হৃদয়ের অদম্য উদ্দ্যমতা পৌঁছে দেয় সেখানে-

সব কষ্ট ভুলে যায়,
যখন অসীম সৌন্দর্য বিলাসকে দেখি!
শুধু বলতে ইচ্ছা করে- “ হাজার বছর বাঁচতে চাই আমি 
অপরুপ বাংলা মায়ের কোলে।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত খুবই লোমহর্ষক

তোমায় ছাড়া কিছু ভালো লাগে না আমার

পরীক্ষা শেষে বাসায় ফেরা...!!!

আমি এমনিতেই তোমাকে ফোন করেছি,সত্যি বলছি, আমি ঘুমের মাঝে নেই।

কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি