লৈখিক কথপোকথন প্রকাশিত হয়েছে

তোমায় ভালোবাসি

ছবি
তোমার জন্য নেশা আজ বেশি করে ধরেছে- চোখে স্বপ্ন এঁকেছি শুধু তোমার আবেগে ভেসে কোন কাজে মন বসে না, রাতে ঘুম আসে না, তোমায় ভেবে ভেবে আমার কিছুটি হয় না, তোমায় যে আমি সত্তি সত্তি ভালোবেসেছি। আমার জীবনে একমাত্রই তুমি, আছো তুমি এ হৃদয়ের গহীনে নিঃশব্দ তোমার আসা-যাওয়া আমার মাঝে অনুভবে কবিতার ছন্দ তালে তোমায় ধরে রেখেছি।  আসো না একবার ছুটে- বলনা একটু - ”তোমায় ভালোবাসি”।।

বিশ্বাস, বিশ্বাস শুধুই বিশ্বাস


বেশ একটা সময় কেটে গেল অসু্স্থতার মাঝে। দেখতে দেখতে অনেকটা সময় অতিবাহিত হয়ে গেল আমার জীবন থেকে, তবু কিছু তো একটা হলো, সেটা হচ্ছে-এই আমি এখনো বেঁচে আছি। না হারাবার না নিঃশ্বেষিত হবার। তাই আমার পরম করুণাময়ীকে ধন্যবাদ যে আমাকে এখনো এই পৃথিবীতে আরো কিছুদিন প্রশ্বাস নেওয়ার সুযোগ দিয়েছেন।


বিশ্বাস, বিশ্বাস শুধুই বিশ্বাস- এই নিয়ে চলেছি একলা
কোন কিছুকে আর ভয় করি না
কি হবে আর ভেবে!!!
যদি সে আমার না হয় তবে কেন তার আশা-
সত্য কে ধারণ করে ছুটেছি দিগন্ত পানে 
আমার আর পিছু ফেরা সম্ভব নই
আমি হারতে শিখি নাই 
কেন যেন মনের কাছে নিরব যোদ্ধা
তবু এগিয়ে গিয়েছি লোকান্তরের মধ্যে রেখা
জয়ী আমি হবই এই আমার একান্ত বিশ্বাস।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত খুবই লোমহর্ষক

তোমায় ছাড়া কিছু ভালো লাগে না আমার

পরীক্ষা শেষে বাসায় ফেরা...!!!

আমি এমনিতেই তোমাকে ফোন করেছি,সত্যি বলছি, আমি ঘুমের মাঝে নেই।

কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি