লৈখিক কথপোকথন প্রকাশিত হয়েছে

তোমায় ভালোবাসি

ছবি
তোমার জন্য নেশা আজ বেশি করে ধরেছে- চোখে স্বপ্ন এঁকেছি শুধু তোমার আবেগে ভেসে কোন কাজে মন বসে না, রাতে ঘুম আসে না, তোমায় ভেবে ভেবে আমার কিছুটি হয় না, তোমায় যে আমি সত্তি সত্তি ভালোবেসেছি। আমার জীবনে একমাত্রই তুমি, আছো তুমি এ হৃদয়ের গহীনে নিঃশব্দ তোমার আসা-যাওয়া আমার মাঝে অনুভবে কবিতার ছন্দ তালে তোমায় ধরে রেখেছি।  আসো না একবার ছুটে- বলনা একটু - ”তোমায় ভালোবাসি”।।

দিওনা মায়া.....

দিওনা মায়া আমাকে
ত্যাগ করো আমাকে
বলেছি তো-ভালোবাসি না তোমাকে
ফিরে এসো না আমার কাছে
কোন বন্ধনে বেধোঁ না আমাকে
হারিয়ে যাও আমার জীবন থেকে
তোমার আলোতে পথ চলতে চাই না
ঋণী হতে চাই না এ জীবনের কাছে,
একা থাকতে চাই আমি
শুধুই একা,
লাগবে না আমার কারো সহনীয়তা
শুধু বলবো
বলো না আমাকে তোমার হৃদয়ের কথা
আমি ভালো আছি,
আমাকে ভালো থাকতে দাও । 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত খুবই লোমহর্ষক

তোমায় ছাড়া কিছু ভালো লাগে না আমার

পরীক্ষা শেষে বাসায় ফেরা...!!!

আমি এমনিতেই তোমাকে ফোন করেছি,সত্যি বলছি, আমি ঘুমের মাঝে নেই।

কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি