লৈখিক কথপোকথন প্রকাশিত হয়েছে

তোমায় ভালোবাসি

ছবি
তোমার জন্য নেশা আজ বেশি করে ধরেছে- চোখে স্বপ্ন এঁকেছি শুধু তোমার আবেগে ভেসে কোন কাজে মন বসে না, রাতে ঘুম আসে না, তোমায় ভেবে ভেবে আমার কিছুটি হয় না, তোমায় যে আমি সত্তি সত্তি ভালোবেসেছি। আমার জীবনে একমাত্রই তুমি, আছো তুমি এ হৃদয়ের গহীনে নিঃশব্দ তোমার আসা-যাওয়া আমার মাঝে অনুভবে কবিতার ছন্দ তালে তোমায় ধরে রেখেছি।  আসো না একবার ছুটে- বলনা একটু - ”তোমায় ভালোবাসি”।।

ভালো লাগে..



ভালো লাগে কারো কাছ থেকে ভালো কিছু শুনলে
ভালো লাগে কারো সুখের দিন যাপনের কথা শুনে
পৃথিবীর প্রতিটি কর্ণারে যেন সুখের প্রজ্জ্বলন ঝরে
কী এক আবেগীক মায়া ছড়িয়ে পড়ে চারিধার....

খারাপ লাগে তখন,যখন রজনী গভীর হয়,
বিশ্বচরাচর নিশ্চুপ আর মায়াবীতে ভরে ওঠে !

মনে হয় কোথাও কেউ নেই
সব ভালোবাসা কোথায় যেন উধাও হয়েছে..
তিরস্কারের হাসি যেন ওত পেতে আছে
ঘৃণা যেন আহলাদে আটখানা ।

বাতাসের ফিসফিসানি, কান্নার গুমরানি
গভীর নিশীথে একাকার হয়ে যায় !

আবার নতুন দিনের সূচনা হয়
আঁধার কেটে যায়,
বাস্তবতায় ফিরে আসি,
গভীর রাতের কথা ভুলে যায়
কর্ম উদ্দীপনার মাঝে আবার নিজেকে আবিষ্কার করি ।।



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত খুবই লোমহর্ষক

তোমায় ছাড়া কিছু ভালো লাগে না আমার

পরীক্ষা শেষে বাসায় ফেরা...!!!

আমি এমনিতেই তোমাকে ফোন করেছি,সত্যি বলছি, আমি ঘুমের মাঝে নেই।

কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি