লৈখিক কথপোকথন প্রকাশিত হয়েছে

তোমায় ভালোবাসি

ছবি
তোমার জন্য নেশা আজ বেশি করে ধরেছে- চোখে স্বপ্ন এঁকেছি শুধু তোমার আবেগে ভেসে কোন কাজে মন বসে না, রাতে ঘুম আসে না, তোমায় ভেবে ভেবে আমার কিছুটি হয় না, তোমায় যে আমি সত্তি সত্তি ভালোবেসেছি। আমার জীবনে একমাত্রই তুমি, আছো তুমি এ হৃদয়ের গহীনে নিঃশব্দ তোমার আসা-যাওয়া আমার মাঝে অনুভবে কবিতার ছন্দ তালে তোমায় ধরে রেখেছি।  আসো না একবার ছুটে- বলনা একটু - ”তোমায় ভালোবাসি”।।

জীবনের কিছু বিপন্ন মুর্হূত ১






আজ ভোরের আলোটা যেন অন্যেরকম মনে হচ্ছে । যেন কেউ এসে তার উপর আবীর বুলিয়ে রেখে দিয়েছে ।

মনের মাঝে কিছু স্বপ্ন আছে যা প্রতি মুর্হূতে বদলাচ্ছে নতুন সাজে ।  নতুন কোথাও যেতে হবে এই ভাবনায় রাতের
নিদ্রা হয়েছে সংকীর্ণ । চঞ্চল মন উদ্ভ্রান্তের ন্যায় এদিক সেদিক উঁকি দেয় আর সেটা পরিণত হয় বাস্তবায়নের মাঝে । বহ্নির মনে ঠিক তেমনটাই ঘটেছিল
university যাওয়ার পূর্ব মুর্হূত পর্যন্ত । সে এক নতুন জীবন যাকে কখনো 
বেঁধে রাখা যায় না । শুধু মাত্র কল্পনার রঙে আঁকা যায় ।  
নতুন পরিবেশ, নতুন সব মানুষ গুলি এসব ভাবতে ভাবতে বহ্নির ঘুম আসে না। বহ্নি ভাবে কেমন হবে নতুন জীবন, নতুন সব কিছু? এই সময় দিদি আসে,
 বহ্নিকে প্রস্তুত হতে বলে । বহ্নি সাড়া দেয় দিদির কথায় ।
বহ্নিরা চার বোন কোন ভাই নাই । বড় দিদির বিয়ে হয়েছে বছর খানেক । আর মেঝ দিদি Masters পড়ছে ঢাকার একটা বিশেষ কলেজে । বহ্নি বোনের
মধ্যে তৃতীয় । বহ্নির ছোট বোন বেলা । বাবা Retired করেছেন । মা স্কুল শিক্ষক । বলা চলে সাজানো গোছানো একটা পরিপাটি পরিবার । বহ্নি পরিবারের একমাত্র মুখ যে সারাদিন পরিবারের প্রত্যেকটি মানুষকে নিয়ে
মজায় মেতে থাকে । তাই সবাই মন খারাপ করে আছে বহ্নির বাইরে 
পড়তে যাওয়ার কারণে । তবুও তাকে যেতে হবে । সামনে তার নতুন 
ভবিষ্যতের হাতছানি । 

বহ্নি কোথায় থাকবে, কে তাকে সাহায্য করবে university যাওয়ার ব্যাপারে
এই সব ভাবনা আগেই ঠিক হয়ে আছে । 
বহ্নি সবার সাথে একে একে বিদায় নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হলো ।
তার নতুন জীবনের হাতছানির দিকে ।

বহ্নি তার মেঝ দিদির সাথে উঠলো । মেঝ দিদি মামাতো বোনের বাসায় থাকে। সেখানে তার সুযোগ-সুবিধার সু-বন্দোবস্ত ছিল ।  

দিদির বাসায় আসার পর তার কী যে আনন্দ সে কাউকে বোঝাতে পারবে না। সে ক্লাসের প্রথম দিন কি করবে, কিভাবে কথা বলবে, সব কিছু আগে থেকে ঠিক করে রেখেছে। রাতে ঠিকমতো ঘুমাতে পারেনি, মনের ভেতর তার শঙ্কা কাজ করছে নতুন শিক্ষক, নতুন বন্ধু-বান্ধবী, সবকিছু নিয়ে সে বেশ অন্যরকম অনুভূতি সঞ্চার করে চলেছে।








                                          



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত খুবই লোমহর্ষক

তোমায় ছাড়া কিছু ভালো লাগে না আমার

পরীক্ষা শেষে বাসায় ফেরা...!!!

আমি এমনিতেই তোমাকে ফোন করেছি,সত্যি বলছি, আমি ঘুমের মাঝে নেই।

কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি