লৈখিক কথপোকথন প্রকাশিত হয়েছে

তোমায় ভালোবাসি

ছবি
তোমার জন্য নেশা আজ বেশি করে ধরেছে- চোখে স্বপ্ন এঁকেছি শুধু তোমার আবেগে ভেসে কোন কাজে মন বসে না, রাতে ঘুম আসে না, তোমায় ভেবে ভেবে আমার কিছুটি হয় না, তোমায় যে আমি সত্তি সত্তি ভালোবেসেছি। আমার জীবনে একমাত্রই তুমি, আছো তুমি এ হৃদয়ের গহীনে নিঃশব্দ তোমার আসা-যাওয়া আমার মাঝে অনুভবে কবিতার ছন্দ তালে তোমায় ধরে রেখেছি।  আসো না একবার ছুটে- বলনা একটু - ”তোমায় ভালোবাসি”।।

প্রত্যেকেই এই জগতে সুখী হতে চাই

প্রত্যেকেই এই জগতে সুখী হতে চাই, কেউ কথনো কষ্ট পেতে চাই না ।
একজন মানুষ কাজ করে এবং কঠোর পরিশ্রম করে এবং ভাবে যে পরবর্তী বৃদ্ধ জীবনে আমি সুখী থাকবো । 
ভবিষ্যত পরিকল্পনা থাকে ।
কিন্তু এটা সম্ভব নয়, এই উপায়ে সুখী হওয়া খুবই কঠিন, নিজেকে উন্নত করতে আর পরিবারের
কঠিন নিয়মের মাঝে জেগে উঠা ভয়ংকর ব্যাপার ।
সত্যি কথা বলতে জগতে জন্ম ও মৃত্যু যেমন কেউ নির্ধারণ করতে পারে না তেমনি জগতের 
কঠিন নিয়মকেও কেউ অতিক্রম করতে পারে না । মৃত্যু তাকে যখন তখন হাতছানি দিতে পারে ।
যেমন - টাইটানিক জাহাজের কখা বলা যায় । এতো শক্তিশালী নিরাপদ জাহাজ, যা কখনো ডুববে না,
সেই জাহাজ সামান্য বরফের চাইয়ের সাথে ধাক্কা লেগে অমনি ডুবে গেল আটলান্টিক মহাসাগরে ।
জীবনটাও ঠিক সাগরের মতই, এখানে যে ভয়ংকর অবস্থা ঘটবে সেটাকে কেউ বদলাতে পারবে না,
তাই সমুদ্র কে যেমন পাড়ি দিতে হবে তেমনি অন্যান্য দিকও দেখতে হবে ......................



৮ই এপ্রিল২০১২,রাত ১টা ০৩মি.

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত খুবই লোমহর্ষক

তোমায় ছাড়া কিছু ভালো লাগে না আমার

পরীক্ষা শেষে বাসায় ফেরা...!!!

আমি এমনিতেই তোমাকে ফোন করেছি,সত্যি বলছি, আমি ঘুমের মাঝে নেই।

কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি