প্রত্যেকেই এই জগতে সুখী হতে চাই, কেউ কথনো কষ্ট পেতে চাই না ।
একজন মানুষ কাজ করে এবং কঠোর পরিশ্রম করে এবং ভাবে যে পরবর্তী বৃদ্ধ জীবনে আমি সুখী থাকবো ।
ভবিষ্যত পরিকল্পনা থাকে ।
কিন্তু এটা সম্ভব নয়, এই উপায়ে সুখী হওয়া খুবই কঠিন, নিজেকে উন্নত করতে আর পরিবারের
কঠিন নিয়মের মাঝে জেগে উঠা ভয়ংকর ব্যাপার ।
সত্যি কথা বলতে জগতে জন্ম ও মৃত্যু যেমন কেউ নির্ধারণ করতে পারে না তেমনি জগতের
কঠিন নিয়মকেও কেউ অতিক্রম করতে পারে না । মৃত্যু তাকে যখন তখন হাতছানি দিতে পারে ।
যেমন - টাইটানিক জাহাজের কখা বলা যায় । এতো শক্তিশালী নিরাপদ জাহাজ, যা কখনো ডুববে না,
সেই জাহাজ সামান্য বরফের চাইয়ের সাথে ধাক্কা লেগে অমনি ডুবে গেল আটলান্টিক মহাসাগরে ।
জীবনটাও ঠিক সাগরের মতই, এখানে যে ভয়ংকর অবস্থা ঘটবে সেটাকে কেউ বদলাতে পারবে না,
তাই সমুদ্র কে যেমন পাড়ি দিতে হবে তেমনি অন্যান্য দিকও দেখতে হবে ......................
৮ই এপ্রিল২০১২,রাত ১টা ০৩মি.
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন