লৈখিক কথপোকথন প্রকাশিত হয়েছে

তোমায় ভালোবাসি

ছবি
তোমার জন্য নেশা আজ বেশি করে ধরেছে- চোখে স্বপ্ন এঁকেছি শুধু তোমার আবেগে ভেসে কোন কাজে মন বসে না, রাতে ঘুম আসে না, তোমায় ভেবে ভেবে আমার কিছুটি হয় না, তোমায় যে আমি সত্তি সত্তি ভালোবেসেছি। আমার জীবনে একমাত্রই তুমি, আছো তুমি এ হৃদয়ের গহীনে নিঃশব্দ তোমার আসা-যাওয়া আমার মাঝে অনুভবে কবিতার ছন্দ তালে তোমায় ধরে রেখেছি।  আসো না একবার ছুটে- বলনা একটু - ”তোমায় ভালোবাসি”।।

বিদ্রোহী কবি কে শুভেচ্ছা


শুভ জন্মদিন বিদ্রোহী কবি কে.......................

সময় পরে গেছে ঘণ্টা,
থমকে রয়েছে দুনিয়া, পরে রয়েছে মনটা
যেতে এবার দিতে হয় অজানার পথে,
হয়ত আর হবে না দেখা তোমার সাথে,
কাল থে কালতর হয়েছে দুনিয়াটা,
শূন্য থেকে শূন্যতর হচ্ছে হৃদয়টা
কাল আর সাদার হয় না যে মিলন,
মিলনেও হয় ধূসরের এক মন
কোথায় তুই খুঁজিস ভগবান্
সে যে রে তোরই মাঝে রয়
চেয়ে দেখ সে তোরই মাঝে রয়
সাজিয়া যোগী দরবেশ
 
খুঁজিস যারে পাহাড় জঙ্গলময়

আঁখি খোল ইচ্ছা অন্ধের দল
নিজেরে দেখতে আয়নাতে
দেখিবি তোরই এই দেহে
নিরাকার তাঁহার পরিচয়

ভাবিস তুই ক্ষুদ্র কলেবর
ইহাতে অসীম নীলাম্বর
দেহের আধারে গোপন
রহে সে বিশ্ব চরাচর

প্রাণে তোর প্রাণের ঠাকুর
বেহেশতে স্বর্গে কোথাও নয়
এই তোর মন্দির মসজিদ
এই তোর কাশী বৃন্দাবন
আপনার পানে ফিরে চল
কোথা তুই তীর্থে যাবি মন
এই তোর মক্কা মদীনা
জগন্নাথক্ষেত্র এই হৃদয়

বিদ্রোহী কবি

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত খুবই লোমহর্ষক

তোমায় ছাড়া কিছু ভালো লাগে না আমার

পরীক্ষা শেষে বাসায় ফেরা...!!!

আমি এমনিতেই তোমাকে ফোন করেছি,সত্যি বলছি, আমি ঘুমের মাঝে নেই।

কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি