লৈখিক কথপোকথন প্রকাশিত হয়েছে

তোমায় ভালোবাসি

ছবি
তোমার জন্য নেশা আজ বেশি করে ধরেছে- চোখে স্বপ্ন এঁকেছি শুধু তোমার আবেগে ভেসে কোন কাজে মন বসে না, রাতে ঘুম আসে না, তোমায় ভেবে ভেবে আমার কিছুটি হয় না, তোমায় যে আমি সত্তি সত্তি ভালোবেসেছি। আমার জীবনে একমাত্রই তুমি, আছো তুমি এ হৃদয়ের গহীনে নিঃশব্দ তোমার আসা-যাওয়া আমার মাঝে অনুভবে কবিতার ছন্দ তালে তোমায় ধরে রেখেছি।  আসো না একবার ছুটে- বলনা একটু - ”তোমায় ভালোবাসি”।।

ভালোবাসবো চিরদিন.............

এইতো কিছুদিন আগে
দেখা হলো তোমার সাথে ।
তুমি আমাকে দেখলে
আর একটু মুচকি হাসলে,
মনে হলো যেন -
তোমাকে বহু যুগ ধরে জানি,
ভালোবেসেছি, ভেবেছি অনেক বার,
মুখ খুলিনি শুধু হেসেছি ।


তুমি কথা বলছিলে ...
আমি কান পেতে শুনছিলাম,
ভাবছিলাম তুমি আমার স্বপ্ন কিনা,
আমাকে ভুলবে কিনা,
ভালোবেসেছিলে কিনা
জানিনা ।।


দেখেছিলাম তুমি কত সুন্দর !
নীল আকাশের মতো সুন্দর,
মূল্যবান পাথর হীরার মতো  ।
তোমাকে পেয়ে আজ আমি ধন্য !
তুমি আছো আমার ছোট্ট হৃদয়ের মাঝে
তোমাকে আমি ভালোবাসি,
ভালোবাসবো চিরদিন.............


৯ই র্মাচ২০১২ রাত ১১.৪৮মি

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত খুবই লোমহর্ষক

তোমায় ছাড়া কিছু ভালো লাগে না আমার

পরীক্ষা শেষে বাসায় ফেরা...!!!

আমি এমনিতেই তোমাকে ফোন করেছি,সত্যি বলছি, আমি ঘুমের মাঝে নেই।

কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি