লৈখিক কথপোকথন প্রকাশিত হয়েছে

তোমায় ভালোবাসি

ছবি
তোমার জন্য নেশা আজ বেশি করে ধরেছে- চোখে স্বপ্ন এঁকেছি শুধু তোমার আবেগে ভেসে কোন কাজে মন বসে না, রাতে ঘুম আসে না, তোমায় ভেবে ভেবে আমার কিছুটি হয় না, তোমায় যে আমি সত্তি সত্তি ভালোবেসেছি। আমার জীবনে একমাত্রই তুমি, আছো তুমি এ হৃদয়ের গহীনে নিঃশব্দ তোমার আসা-যাওয়া আমার মাঝে অনুভবে কবিতার ছন্দ তালে তোমায় ধরে রেখেছি।  আসো না একবার ছুটে- বলনা একটু - ”তোমায় ভালোবাসি”।।

আমার পৃথিবী আজ অচেনা ভূবনে ঘেরা।।


ভালো কি লাগে আমার অচেনা ভূবনে এই ভাবে বেঁচে থাকা,
তমশায় ঘেরা কোন এক অচেনা অবিচ্ছন্ন আন্তরাত্মা ।
আমিতো আর নই সেই আমি, যে ছিল অনন্যা।
 
আজ দিগন্ত রেখায় সব আলো যাচ্ছে চলে
এখন মন শুধু হারায় ঐ মেঘের ভেলায় ।
কিছুই আমার অজানা নয়,


তবুও কোন আবছা হাওয়া বইছে আমার ভেতর-
জানালার পাশে দাড়িয়ে দেখি ঐ দূরের কোন দিগন্ত রেখা,
আকাশনীলের মাঝে চেয়ে দেখি আমার অন্তরাত্মা
চারিদিকে বইছে হাওয়া নিঃসঙ্গোপনে অবারিত ধারায় ।


সোনালী দিনের শেষে নামে রাতের আধাঁর
স্বাগত জানায় নিজের সঙ্গে নিজের কথা বলার ।
জানিয়ে দিই নিজেকে আমি এখনো আছি সেই যে তোমার !!









মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত খুবই লোমহর্ষক

তোমায় ছাড়া কিছু ভালো লাগে না আমার

পরীক্ষা শেষে বাসায় ফেরা...!!!

আমি এমনিতেই তোমাকে ফোন করেছি,সত্যি বলছি, আমি ঘুমের মাঝে নেই।

কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি