পোস্টগুলি

জুন, ২০১২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

লৈখিক কথপোকথন প্রকাশিত হয়েছে

তোমায় ভালোবাসি

ছবি
তোমার জন্য নেশা আজ বেশি করে ধরেছে- চোখে স্বপ্ন এঁকেছি শুধু তোমার আবেগে ভেসে কোন কাজে মন বসে না, রাতে ঘুম আসে না, তোমায় ভেবে ভেবে আমার কিছুটি হয় না, তোমায় যে আমি সত্তি সত্তি ভালোবেসেছি। আমার জীবনে একমাত্রই তুমি, আছো তুমি এ হৃদয়ের গহীনে নিঃশব্দ তোমার আসা-যাওয়া আমার মাঝে অনুভবে কবিতার ছন্দ তালে তোমায় ধরে রেখেছি।  আসো না একবার ছুটে- বলনা একটু - ”তোমায় ভালোবাসি”।।

‌একটুকু ছোঁয়া দাওনা তুমি........

র্বৃষ্টি ভেজা বিকেল বেলা, উদাস হয় মন কদম ফুলের মিষ্টি গন্ধে, কেটে যায় ক্ষণ অঝর ধারায় ঝরতে থাকে বর্ষার বিষন্নতা মেঘের গর্জন শোনা যায় ঐ দিগন্ত রেখায় । আঁকা বাঁকা মেঠো পথে বিরহের সুর বাঁশির সুর বাঁজতে বাঁজতে চলে বহুদূর, ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ে, থেমে যায় গান হিয়া আমার ফিরে পায় নতুন কোন প্রাণ । মনের কথা মনেই থাকে, হয়না কভু বলা কাছের মানুষ দূরে গেলে, কিভাবে আর চলা এমন দিনে তোমার কথা পড়ছে কেন মনে? একটুকু ছোঁয়া দাওনা তুমি আমার হিয়ার মাঝে !

তুমি কী এখনো আমাকে স্মরণ কর ?

তুমি কী এখনো আমাকে স্মরণ কর ? তুমি কী এখনো আনমনে আমাকে ভেবে একাকী বিকেলের প্রহর গোন ? আজও কী আমাদের হেঁটে যাওয়া নদীর তীরে আমায় ভেবে হেঁটে চলো ? আকাশের বিশালতার দিকে তাকিয়ে আমাকে কী আজও ভালোবাসো ? তোমার হৃদয়ের নতুন সুরে কী আমাকে গাঁথো ? তোমার স্বপ্নের জলছবিতে কী আজও আমায় অমলিন রাখো ?

বসন্ত বাতাস হয়ে থাকিস আমার সুর হয়ে.....

উদাস করে যাস নে আমার বিরোহী মন একাকী ভাবনা হয়ে থাকিস না রে আমার মন জীবন আমার অসহায় করে রাখিস না রে মন ও আমার হৃদয় থাকিস আমার হৃদয়ের সুর হয়ে দক্ষিণা বাতাস হয়ে থাকিস আমার চেতনায় বসন্ত বাতাস হয়ে থাকিস আমার সুর হয়ে......                                                        

ভালোবাসা, ভালোবাসা, শুধুই ভালোবাসা

ভালোবাসা যেন এলোমেলো করে দিয়েছে আমার জীবন এতটুকু আমায় দেয়নি ভাবতে তোমার এক কথাতেই আমায় করেছিল পুলকিত আগে পিছে ভাবিনি পরে কি হবে আমার তোমার ঘোরের মাঝে আমি নিজেকে রেখেছিলাম  দেখেছিলাম তোমার আয়নাতে আমার মুখ শুনেছিলাম তোমার হৃদয়ের সুর আমি কান পেতে ছিলাম তোমার আবেগ ঝরানো সূরের মূর্ছনায় তুমি ডেকে ডেকে আমায় জাগাতে আমি সেই ঘোর থেকে নিজেকে মুক্ত করতে চাইতাম না এলোমেলো ভাবে তোমাকে আরো গভীর করে নিতাম নিজের করে যেন কিছুতেই তোমাকে হারিয়ে না ফেলি  ভালোবাসা হারাতে হবে কখনো ভাবতেই চাইতাম না আমার মুগ্ধময় ঘোর কাটেই না তুমি বারবার বুঝিয়ে দিতে তুমি আমার হবে না তবু এ মন এলোমেলো তোমাকেই চেয়েছে তোমাকেই ভালোবেসেছে আজও গহীন মনে তোমাকেই খুঁজে চলেছে............. ভালোবাসা, ভালোবাসা, শুধুই ভালোবাসা...........................

মন বোঝে না, অবুঝ হয়ে রয় চিরতরে!

পৃথিবী আমার কেন আজ আঁধারে কাটে দিন যায় রাত যায় তবু কেন আমার হতাশা কাটে না ভালোবাসা আমার গুমরে মরে বুকের মাঝে কেন ভালোবাসার ঝড় আসে না এ হৃদয়ে! কেউ জানে না কেউ বোঝে না আকাশের বুকে লুকিয়ে আছে মেঘের কণা মনকে যতই বেঁধে রাখি তবু মন কেঁদে যায়! রামধনুর সেই রঙ আজ নেই তাকে ঘিরে, তবু মন বলে যায় তারই সেই রূপকথা, আমি আর চাই না হারিয়ে যাওয়া সেই প্রিয়তমকে! কল্পনার রঙ তুলিতে ধরেছে শ্যাওলা মনের মেঘে জমেছে ধূলিকণা বেদনা সহ্য করতে করতে কত রাত হলো পার তবু আমার মন বোঝে না, অবুঝ হয়ে রয় চিরতরে !!!

বন্ধু তোমায় ভীষন মনে পড়ছে

বন্ধু তোমায় ভীষন মনে পড়ছে সেই হারিয়ে যাওয়া দিনের কথা ভাবছি এখন! রাত জেগে জেগে গল্প বলা, দিনের ফাঁকে ফাঁকে ঘুরতে যাওয়া, তোমার আমার হাসিতে চারিধার মাখামাখি হওয়া, কখনও বা নদীর ধার কখনও বা ঝাউয়ের বন কখনও বা প্রজাপতির পিছে ছোটাছুটি করে বেড়ানো  আবার কখনও বা নিজের মাঝে স্বপ্নের জাল বুনে চলা । এই রঙিন স্বপ্ন হলো একদিন বন্ধ কোন কারণ ছাড়াই দু'জনের কথা হলো বন্ধ কোন ভাবেই আর হলো না দু'জনার সাক্ষাৎ  মলিন হলো স্বপ্ন দেখার আলো নিভে গেল  জীবন প্রদীপ থেমে গেল চারিধার নিস্তব্ধ হলো সবকিছু তবু মনের ঘরে একটাই দাগ থেকে গেল কেন এমন হলো ? কেন আর তোমাকে পাইনা ? কেন বন্ধু ? বলতে পারো কি ?

যদি বন্ধু হতো

সময় আমার যদি বন্ধু হতো            তবে তাকে আমি ভালো বন্ধুত্ব দিতাম বাতাস আমার বন্ধু হলে                  তাকে আমি গান শুনাতাম মেঘ আমার বন্ধু হলে                      তাকে আমি মধুর নৃত্য দেখাতাম বৃষ্টি আমার বন্ধু হলে                       তাকে আমি ছ্ন্দ তাল শেখাতাম               পাহাড় আমার বন্ধু হলে তাকে আমি কিছু মুর্হূত দিতাম                নদী আমার বন্ধু হলে তাকে আমি ঢেউয়ের অনুপ্রেরণা দিতাম               

তোমায় ছাড়া কিছু ভালো লাগে না আমার

তোমায় ছাড়া কিছু ভালো লাগে না আমার তুমি শুধুই আমার একান্ত সত্ত্বা................ নিঃশ্চুপ চারিধার একা জেগে আছি আমি তোমার কথা ভেবে ভেবে- সময় আমার কাটে না, তুমি হৃদয় গভীরে দিলে ক্ষত দাগ ! আকাশে বিরোহী চাঁদ, গাইছে গান বুকের মাঝে কিসের দহন দেখা দেয়, মন পড়ে রয় কোন এক অজানা আঁধারে , নিজেকে পোড়ায় নিজের কাতরতায়, বাইরে প্রভা ভেতরে বর্ষা ! দূর পাহাড়ে মনবীণা বেজে যায় নিশুতি পোকার মধুর টানে.... এই বিভাবরী বড়ই ক্লান্ত  ধরণীর বুকে নিজেকে ছেড়ে দিবো হয়তো কোন একদিন !

পৃথিবীর অনেক আকাঙ্খা আমার নয়...........

পৃথিবীর অনেক আকাঙ্খা আমার নয় আমার অনেক চাওয়াও পূরণীয় নয় পৃথিবীর বিশাল আকাশের মত হৃদয় আমার নয় পৃথিবীর অনেক স্বাধীনতা আমার নয় আমার উচ্ছ্বল মনের অবগাহন সবার- আমার নিরব কষ্ট কারো নয় আমার অনাকাঙ্খিত পাওয়া সে তো ক্ষণিকের জন্য ...... আবার অনেক কিছু পাওয়া হয়তো বা সেটা আমার নয় !

ভালো লাগে..

ছবি
ভালো লাগে কারো কাছ থেকে ভালো কিছু শুনলে ভালো লাগে কারো সুখের দিন যাপনের কথা শুনে পৃথিবীর প্রতিটি কর্ণারে যেন সুখের প্রজ্জ্বলন ঝরে কী এক আবেগীক মায়া ছড়িয়ে পড়ে চারিধার.... খারাপ লাগে তখন,যখন রজনী গভীর হয়, বিশ্বচরাচর নিশ্চুপ আর মায়াবীতে ভরে ওঠে ! মনে হয় কোথাও কেউ নেই সব ভালোবাসা কোথায় যেন উধাও হয়েছে.. তিরস্কারের হাসি যেন ওত পেতে আছে ঘৃণা যেন আহলাদে আটখানা । বাতাসের ফিসফিসানি, কান্নার গুমরানি গভীর নিশীথে একাকার হয়ে যায় ! আবার নতুন দিনের সূচনা হয় আঁধার কেটে যায়, বাস্তবতায় ফিরে আসি, গভীর রাতের কথা ভুলে যায় কর্ম উদ্দীপনার মাঝে আবার নিজেকে আবিষ্কার করি ।।

হঠাৎ মনে পড়ে

হঠাৎ মনে পড়ে যাওয়া সেই ক্লাস সেভেনে পড়া রাস্তার ধারে তার দাঁড়িয়ে থাকা আমার দিকে তাকিয়ে মুখে হাসি নিয়ে অদূর ভবিষ্যত ভাবা প্রতিটি ক্ষণে আমাকে একটু দেখতে পাওয়া র্ধৈয্যের বাধঁ ভেঙে আমার সাথে একটু কথা বলা বলতে এসেও কোন কিছু না বলে থেমে থাকা আমার বিরক্ত মুখের উপর প্রশ্বাসের রেখা টানা কিছু ক্ষণ আমার দিকে তাকিয়ে মাথা নিচু করে হেঁটে যাওয়া আমি দেখতাম  আমি ভাবতাম কেউ কি আমাকে দেখছে ? আমাকে কেউ বকা দিবে? যে আমার সাথে এমন করছে !